সারা দিনের ব্যস্ততা শেষে ফিরে আসি ছোট্ট সুখের নীড়, আমাদের সুইট হোমে। প্রিয় ঘরটিকে শান্তির নীড় গড়ে তুলতে হলে কিছু কাজ তো করতেই হয়। প্রথমে আসে সুস্থতার কথা। সুস্থ থাকতে ঘরকে জীবাণু মুক্ত রাখতে হবে। রান্না ঘর থেকে শোবার ঘর বাড়ির প্রতিটি স্থানই গুরুত্বপূর্ণ। বাড়ি পরিচ্ছন্ন রাখতে যা করতে হবে: শোবার ঘর: নিয়মিত ঘরের সব আসবাব পরিষ্কার করতে হবে অপ্রয়োজনে অতিরিক্ত আসবাব দিয়ে ঘরের জায়গা আটকে রাখা ঠিক নয় ঘরে আলো-বাতাস যাতায়াতের পর্যাপ্ত ব্যবস্থা রাখুন কাপড় এলোমেলো করে না রেখে গুছিয়ে...

